মাস্কের এক্সএআই-এর কাছে এআই সার্ভার বিক্রির পথে ডেল

১৫ ফেব্রুয়ারি, ২০২৫  
১৫ ফেব্রুয়ারি, ২০২৫  
মাস্কের এক্সএআই-এর কাছে এআই সার্ভার বিক্রির পথে ডেল

ডেল টেকনোলজিস ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সআই এর সাথে ৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের এআই সার্ভার সরবরাহের চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। চুক্তির আওতায় ডেল এনভিডিয়ার জিবি২০০ চিপযুক্ত সার্ভার এক্সআই-কে সরবরাহ করবে, যা চলতি বছরই বিতরণ করা হবে। খবর রয়টার্স।

এই খবরে ডেলের শেয়ারের দাম ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে চুক্তির শর্তাবলী এখনো চূড়ান্ত হয়নি এবং পরিবর্তন হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ডেল বা মাস্কের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে এআই সার্ভারের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, কারণ বিভিন্ন প্রতিষ্ঠান জটিল এআই অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য উন্নত হার্ডওয়্যার চাইছে। মাস্কের টেসলা এবং এক্সএআই এআই হার্ডওয়্যারের অন্যতম প্রধান ক্রেতা হয়ে উঠেছে।

ডিসেম্বরে, গ্রেটার মেমফিস চেম্বার জানায় যে এক্সএআই মেমফিস, টেনেসিতে তাদের সুপারকম্পিউটার ‘কলসাস’-এর সম্প্রসারণ পরিকল্পনা করছে, যেখানে অন্তত ১০ লাখ জিপিইউ থাকবে। বর্তমানে এই সুপারকম্পিউটারে ১ লাখ জিপিইউ রয়েছে, যা এক্সএআই-এর চ্যাটবট ‘গ্রোক’ প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে।

এই প্রকল্পের অংশ হিসেবে এনভিডিয়া, ডেল ও সুপার মাইক্রো মেমফিসে তাদের কার্যক্রম সম্প্রসারণ করবে। এর আগে, হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই) মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর জন্য ১ বিলিয়ন ডলারের একটি এআই সার্ভার সরবরাহ চুক্তি করে বলে জানা গেছে।

ডিবিটেক/বিএমটি