দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসবেন ট্রাম্প ও শি জিনপিং

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, টিকটক চুক্তির বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। দুই নেতা ছয় সপ্তাহ পর দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি বৈঠকে বসবেন বলে জানা গেছে। আলোচনায় বাণিজ্য, মাদক এবং ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও আসবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।
তিন মাস পর অনুষ্ঠিত ফোনালাপে উত্তেজনা কিছুটা কমলেও টিকটক নিয়ে চূড়ান্ত চুক্তি হয়েছে কি না তা স্পষ্ট নয়। ট্রাম্প দাবি করেছেন, শি চুক্তি অনুমোদন দিয়েছেন এবং শিগগিরই আনুষ্ঠানিক স্বাক্ষর হতে পারে।
অন্যদিকে, চীনের বিবৃতিতে টিকটক নিয়ে আনুষ্ঠানিক চুক্তির উল্লেখ নেই। তারা বলেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিদ্ধান্তকে সরকার সম্মান করে এবং বৈষম্যমুক্ত আচরণ প্রত্যাশা করে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস টিকটকের মার্কিন শাখা বিক্রি না হলে জানুয়ারিতে অ্যাপটি বন্ধের নির্দেশ দিয়েছিল। ট্রাম্প জানিয়েছেন, আলোচনায় বাণিজ্য ও মাদকবিরোধী পদক্ষেপসহ ইউক্রেন যুদ্ধ নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
বাইটড্যান্স এক বিবৃতিতে ট্রাম্প ও শিকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছে, তারা মার্কিন ব্যবহারকারীদের জন্য কার্যক্রম চালিয়ে যেতে সমাধানের পথ খুঁজবে।
ডিবিটেক/বিএমটি