অ্যাপল ছাড়ছেন এআই ও সার্চ প্রধান রব্বি ওয়াকার

অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সার্চ বিভাগের অন্যতম শীর্ষ নির্বাহী রব্বি ওয়াকার আগামী মাসে প্রতিষ্ঠানটি ছেড়ে যাচ্ছেন। শুক্রবার ব্লুমবার্গ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
অ্যাপলের এআই কার্যক্রমে ধীরগতির কারণে সমালোচনা বাড়ছে, বিশেষত যখন প্রযুক্তি খাতের সর্ববৃহৎ প্রবৃদ্ধির ধাপ হিসেবে এআই–কে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি অ্যাপল ইন্টেলিজেন্স স্যুট উন্মোচন করলেও এর চ্যাটজিপিটি সংযুক্তি সীমিত এবং সিরি–র এআই আপগ্রেডও আগামী বছর পর্যন্ত বিলম্বিত হয়েছে।
ওয়াকার ২০১৩ সাল থেকে অ্যাপলে কর্মরত এবং চলতি বছরের এপ্রিল থেকে তিনি আনসারস, ইনফরমেশন অ্যান্ড নলেজ টিম–এর সিনিয়র ডিরেক্টর ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন ধরে সিরি–র দায়িত্বে ছিলেন, যা পরবর্তীতে সফটওয়্যার প্রধান ক্রেগ ফেডেরিঘি–র অধীনে আনা হয়।
সম্প্রতি অ্যাপলের একাধিক এআই নির্বাহী প্রতিষ্ঠান ছেড়ে প্রতিদ্বন্দ্বী মেটা–তে যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছেন শীর্ষ এআই মডেল প্রধান রুয়োমিং প্যাং এবং গবেষক মার্ক লি ও টম গুন্টার, যারা এখন মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবস দলে কাজ করছেন।
অ্যাপল গত সপ্তাহে নতুন আইফোন সিরিজ ও পাতলা আইফোন এয়ার বাজারে এনেছে। তবে সমালোচকরা বলছেন, এআই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি এখনও গুগল–এর মতো প্রতিদ্বন্দ্বীদের পেছনে রয়েছে।
ডিবিটেক/বিএমটি