অ্যাপল ও গুগলের সঙ্গে চিপ উৎপাদন নিয়ে জাপানি র্যাপিডাসের আলোচনা

জাপানি চিপ নির্মাতা র্যাপিডাস অ্যাপল ও গুগলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চিপের বৃহৎ উৎপাদন নিয়ে আলোচনা করছে। শুক্রবার নিক্কেই বিজনেস ডেইলির প্রতিবেদনে কোম্পানির প্রধান নির্বাহী আতসুয়োশি কোনিকেকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
র্যাপিডাসের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে উন্নতমানের চিপের ব্যাপক উৎপাদন শুরু করা। হোক্কাইডোর একটি কারখানায় নতুন প্রোটোটাইপ চিপ উৎপাদন লাইন আংশিকভাবে চালু হয়েছে এবং এ মাসের মধ্যেই পুরো উৎপাদন লাইন চালু হবে বলে জানানো হয়েছে।
র্যাপিডাসের প্রধান নির্বাহী কোনিকে জানান, প্রতিষ্ঠানটি গুগল, অ্যাপল, ফেসবুক, অ্যামাজন এবং মাইক্রোসফটসহ বিভিন্ন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও নির্দিষ্ট কোনো গ্রাহকের নাম উল্লেখ করা হয়নি।
চিপ উৎপাদনের ক্ষেত্রে র্যাপিডাস উন্নত প্রযুক্তি ব্যবহার করে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করতে চায়। কোম্পানিটি আশা করছে, বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই আলোচনা সফল হলে তাদের উৎপাদন সক্ষমতা আরও বাড়বে।
ডিবিটেক/বিএমটি