ফুডির সাথে স্কিটো'র চুক্তি

২ জুলাই, ২০২৫  
২ জুলাই, ২০২৫  
ফুডির সাথে স্কিটো'র চুক্তি

গ্রামীণফোনের স্কিটো’র ভোজন রসিক গ্রাহকদের বাড়তি খাতির করবে করবে ফুডি। নিজেদের পাঁচ হাজারের বেশি রেস্টুরেন্ট পার্টনারের মাধ্যমে ফুডিতে প্রথম অর্ডারে ১২০ টাকা এবং ২৪৯ টাকার বেশি অর্ডারের ক্ষেত্রে প্রতি মাসে ৫টি ফ্রি ডেলিভারি উপভোগ করতে পারবেন বর্তমান স্কিটো গ্রাহক। 

এ লক্ষ্যে রাজধানীর জিপি হাউজে এইকটি সমঝোতা চুক্তি হয়েছে বলে ২ ডিসেম্বরর জানিয়েছে গ্রামীণফোন। জানিয়েছে, হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী এবং ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহনেওয়াজ মান্নান এ বিষয়ক চুক্তিটি সই করেন। এসময় স্কিটোর পার্টনারশিপ অ্যান্ড ইনোভেশন লিড সামান্তা আকতার এবং ফুডির সেলস অ্যান্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসের সিনিয়র ম্যানেজার সৈয়দ সাজিবুর রহমানসহ স্কিটো, গ্রামীণফোন ও ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

চুক্তি নিয়ে গ্রামীণফোনের হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী বলেন, “স্কিটো সবসময় ডিজিটাল ক্ষেত্রে সক্রিয় তরুণদের জন্য প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা দিতে সচেষ্ট। ফুডির সাথে এই পার্টনারশিপের ফলে আমাদের গ্রাহকদের দৈনন্দিন খাবারের অর্ডারগুলো হয়ে উঠবে আরও উপভোগ্য ও সাশ্রয়ী।”

ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহনেওয়াজ মান্নান বলেন,“স্কিটোর সাথে পার্টনারশিপের মাধ্যমে তারুণ্যদীপ্ত গ্রাহকদের জন্য অনন্য সুবিধা প্রদানের সুযোগ পেয়ে আমরা আনন্দিত। এই সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে দেশজুড়ে স্কিটো ব্যবহারকারীদের জন্য ফুড ডেলিভারিকে আরও সাশ্রয়ী ও উপভোগ্য করে তুলতে পারবো আমরা।”

এই ক্যাম্পেইনটি মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীসহ স্কিটোর তারুণ্যনির্ভর শ্রেণিকে লক্ষ্য করে তৈরি যারা চায় স্বাচ্ছন্দ্য, সাশ্রয় ও মানসম্পন্ন খাবার। ‘স্কিটো মানেই ফুডিতে এক্সট্রা খাতির’ ক্যাম্পেইনটির আওতায় প্রথম অর্ডারের বোনাস থেকে শুরু করে প্রতি মাসে নিয়মিত ফ্রি ডেলিভারি উপভোগ করতে পারবেন গ্রাহকরা যা প্রতিদিনের খাবারকে করে তুলবে আরো উপভোগ্য।