থাইল্যান্ডে বন্ধ হচ্ছে ফুডপান্ডা

জার্মান খাদ্য সরবরাহ কোম্পানি ডেলিভারি হিরো ঘোষণা করেছে, তাদের মালিকানাধীন ফুডপান্ডা প্ল্যাটফর্মটি আগামী ২৩ মে ২০২৫ থেকে থাইল্যান্ডে সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে কোম্পানিটি এই সিদ্ধান্তের কথা জানায়। খবর রয়টার্স।
ডেলিভারি হিরোর পক্ষ থেকে বলা হয়েছে, "আমরা এশিয়া-প্যাসিফিক (এপ্যাক) অঞ্চলের সেই বাজারগুলোতে মনোযোগ দিচ্ছি, যেখানে বিনিয়োগে অধিক লাভ এবং প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।"
এ সিদ্ধান্তের ফলে থাইল্যান্ডে ফুডপান্ডা ব্যবহারকারীরা মে মাসের শেষ দিক থেকে অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে আর কোনো অর্ডার দিতে পারবেন না।
তবে, থাইল্যান্ডে ডেলিভারি হিরোর আঞ্চলিক দল পূর্বের মতোই তাদের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাবে।
বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতামূলক বাজার, লাভের সংকট এবং আঞ্চলিক কৌশল পুনর্মূল্যায়নের কারণেই ডেলিভারি হিরো এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, সংস্থাটি এশিয়ার আরও কিছু দেশে ফুডপান্ডার কার্যক্রম বিক্রি বা বন্ধের পরিকল্পনার কথাও জানিয়েছিল।
ডিবিটেক/বিএমটি