ক্রোম ব্রাউজার কিনতে চায় পারপ্লেক্সিটি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি গুগলের জনপ্রিয় ক্রোম ব্রাউজার কিনতে ৩৪.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। গুগলের মালিক অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইকে পাঠানো চিঠিতে তারা জানিয়েছে, ক্রোমকে স্বাধীন প্রতিষ্ঠান করলে ব্যবহারকারীর নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষা পাবে। খবর রয়টার্স।
তবে প্রযুক্তি বিনিয়োগকারীরা এ প্রস্তাবকে “স্টান্ট” বলে মনে করছেন এবং বলছেন, ক্রোমের আসল মূল্য অনেক বেশি। গুগল এ বিষয়ে কোনো বিক্রয় ঘোষণা দেয়নি।
বর্তমানে তিন বিলিয়নের বেশি মানুষ ক্রোম ব্যবহার করেন।
পারপ্লেক্সিটি জানিয়েছে, অধিগ্রহণ হলে ক্রোমে গুগলই ডিফল্ট সার্চ ইঞ্জিন থাকবে, তবে ব্যবহারকারী পরিবর্তনের সুযোগ পাবেন। তারা ওপেন-সোর্স ক্রোমিয়াম প্ল্যাটফর্মের সাপোর্টও বজায় রাখবে।
গত মাসে প্রতিষ্ঠানটি “কোমেট” নামে এআই-চালিত ব্রাউজার চালু করে এবং এর আগে টিকটক কেনার প্রস্তাবও দিয়েছিল।
ডিবিটেক/বিএমটি