অ্যান্ড্রয়েডে মোশন ফটো সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

২৩ মার্চ, ২০২৫  
২৩ মার্চ, ২০২৫  
অ্যান্ড্রয়েডে মোশন ফটো সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড সংস্করণে মোশন ফটো সমর্থন আনতে কাজ করছে বলে জানা গেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছোট ভিডিও ও অডিওসহ মোশন ফটো শেয়ার করতে পারবেন। খবর দ্য ভার্জ।

ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, নতুন এই ফিচার হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ২.২৫.৮.১২ আপডেটে পরীক্ষামূলকভাবে যুক্ত হয়েছে, তবে এটি এখনো সক্রিয় করা হয়নি।

মোশন ফটো মূলত নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড ফোনে ক্যামেরার মাধ্যমে তোলা হয়, যা একটি স্টিল ইমেজের পাশাপাশি স্বল্প সময়ের ভিডিও ও অডিও সংরক্ষণ করে। আইওএস-এর লাইভ ফটো-এর অনুরূপ এই ফিচারটি ভবিষ্যতে হোয়াটসঅ্যাপে পুরোপুরি চালু হলে ব্যবহারকারীরা এটি চ্যাট ও চ্যানেলে শেয়ার করতে পারবেন।

ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে থাকায় এখনও নির্দিষ্ট কোনো প্রকাশের সময়সীমা জানানো হয়নি। তবে এটি প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড বেটা টেস্টারদের জন্য উন্মুক্ত হবে এবং পরবর্তীতে সকল ব্যবহারকারীর জন্য চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি