জিডিইউ : শিশুর তুলিতে জুলাই গাঁথা

১৯ জুলাই, ২০২৫  
১৯ জুলাই, ২০২৫  
জিডিইউ : শিশুর তুলিতে জুলাই গাঁথা

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (জিডিইউ) উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশ নেয় লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৫০ জন শিক্ষার্থী। তাদের তুলিতে উঠে আসে  গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা। আঁকিবুকিতে বাদ যায়নি হেলিকপ্টার থেকে আন্দোলন দমনের দৃশ্য,গুলিবিদ্ধ হয়ে নিহত আহাদ, রিয়া গোপদের কথাও। 

জিডিইউ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থান ও ইতিহাস সম্পর্কে সচেতন করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, শিক্ষার্থীদের পদযাত্রা, রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল, ‘জুলাই স্মৃতি বুকশেলফ’ উদ্বোধন, জুলাই শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে র‍্যালি, ফটোগ্রাফি, স্কেচ ও চিত্রাঙ্কন প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভিডিও নির্মাণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।