৪৮ বছর পর আবারও শীর্ষে ওরাকলের ল্যারি এলিসন

১৩ সেপ্টেম্বর, ২০২৫  
৪৮ বছর পর আবারও শীর্ষে ওরাকলের ল্যারি এলিসন

প্রায় অর্ধশতাব্দী আগে ওরাকল প্রতিষ্ঠার পর আবারও বিশ্বব্যাপী শিরোনামে এসেছেন প্রযুক্তি উদ্যোক্তা ল্যারি এলিসন। নতুন একাধিক ক্লাউড চুক্তি ঘোষণার ফলে ওরাকলের শেয়ারের মূল্য ৩৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে এলিসনের ব্যক্তিগত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৭১.৭ বিলিয়ন ডলার, যা তাকে ইলন মাস্কের পর বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির স্থানে নিয়ে গেছে। খবর রয়টার্স।

এদিকে এলিসন পরিবারের নিয়ন্ত্রণাধীন প্যারামাউন্ট ঐতিহাসিক ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এ অধিগ্রহণ হলে বিশ্ব চলচ্চিত্র শিল্পে এক বড় পরিবর্তন ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

প্রযুক্তি জগতের পাশাপাশি বিলাসবহুল ইয়ট সংগ্রহ, হাওয়াই দ্বীপের মালিকানা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের জন্যও দীর্ঘদিন আলোচিত ছিলেন এলিসন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি আবারও ব্যবসায়িক অঙ্গনে শক্ত অবস্থানে ফিরে এসেছেন।

২০২২ সালে টিকটকের জন্য যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত অবকাঠামো সরবরাহ শুরু করে ওরাকল। একই সঙ্গে ওপেনএআই, মেটা এবং এক্সএআই–এর মতো প্রতিষ্ঠানকে গ্রাহক হিসেবে যুক্ত করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে কোম্পানিটি।

ফোর্বসের হিসাব অনুযায়ী, এআই-ভিত্তিক কৌশলের মাধ্যমেই ল্যারি এলিসন আবারও বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তি জগতে তার প্রভাব সুস্পষ্ট করেছেন।

ডিবিটেক/বিএমটি