ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে ১৮ জুলাই ঢাকায় আসছে স্পেস এক্স প্রতিনিধিদল

ইন্টারনেট ব্লাকআউটের বর্ষপূর্তিতে ১৮ জুলাই ঢাকায় আসছেন উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক এর ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার-এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। মার্কিন প্রতিষ্ঠান মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এর এই সহযোগী প্রতিষ্ঠানটির সফর দলের অপর সদস্য হচ্ছেন আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
আইসিটি ও টেলিকম বিভাগ সূত্রে প্রকাশ, সফরে দলটি তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে স্টারলিংক-এর সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারিত্বের দিকগুলো মূল্যায়ন করারা পাশাপাশি সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে অংশ নেবে। লরেন ড্রেয়ার-এর নেতৃত্বে আগত দলটি ব্যবসায়িক সম্ভাবনা যাচাই, নতুন প্রযুক্তির স্থানীয় বাস্তবায়ন, এবং গ্রামীণ ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে। বৈঠক শেষে সন্ধ্যায় বাংলাদেশে স্টার লিংকের অফিসিয়াল যাত্রা শুরুর ঘোষণা দেয়া হবে।
সূত্র বলছে, প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল পাঁচটায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবেন। রাতে ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দিবেন। ১৯ জুলাই তারা ফিরে যাবেন।
তবে তার আগে স্পেস এক্স বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সঙ্গে স্থানীয় প্রতিনিধি হিসেবে সমঝোতা চুক্তি করবেন বলে জানা গেছে।
চুক্তির পরে বিকেল ৫টায় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হবে স্পেস এক্স প্রতিনিধি দলটি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্পেসএক্স এর গ্লোবাল বিজনেস অপারেশন এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ছাড়াও ওই ব্রিফিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের বিণ্নি প্রশ্নের জবাব দেবেন।
এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেন সেসময় উপস্থিত থাকবেন।