১৮ জুলাই 'ফ্রি ইন্টারনেট ডে পালন' উপলক্ষে গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিতে মোবাইল অপরেটদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি। ১৬ জুলাই, বুধবার ডাক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মঙ্গলবার এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগে। এই সভা শেষে বুধবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ৫ দিন মেয়াদী এক জিবি ফ্রি ডাটা প্রদান করা হবে। একই সাথে মোবাইল অপরেটররা গ্রাহকদের ফ্রি ডাটা
প্রদানের বিষয়টি এসএমএসের মাধ্যমে আগেই জানিয়ে দেয়ার কথাও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এসএমএসটি সম্পর্কে বিটিআরসি জানায়, ‘কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডাটা ফ্রি। মেয়াদ ৫ দিন।’
বিটিআরসি অপারেটরদের এই পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং দিবসটি পালনে সহায়তা করতে অনুরোধ করেছে।
ফ্রি ডাটা পেতে গ্রামীণফোনের গ্রাহকদের *121*1807#, রবি’র গ্রাহকদের *4*1807#, বাংলালিংক গ্রাহকদের *121*1807 এবং রাষ্ট্রীয় টেলিটক গ্রাহকদের *111*1807# ডায়াল করতে হবে।
বিটিআরিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত নির্দেশানায় এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদ ও ইন্টারনেট ব্যবহারের অধিকারকে তুলে ধরতেই এবার উল্টোভাবে জনগণকে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে।