হ্যাক হয়েছিল এলমোর এক্স অ্যাকাউন্ট

শিশুদের জনপ্রিয় চরিত্র এলমোর এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এরপর সেখান থেকে তিনটি পোস্টে ইহুদি বিরোধী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও কটূক্তিমূলক পোস্ট দেওয়া হয়।
প্রথমে একটি পোস্ট লেখা হয়, “এলমো বলছে সব ইহুদির মরা উচিত। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর হাতের পুতুল। কারণ তার নাম (যৌন হেনস্তাকারী) ইপস্টিন ফাইলে আছে। ইহুদিরা পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করে। তাদের নির্মূল করা উচিত।”
দ্বিতীয় পোস্টে, “শিশু ধর্ষক ডোনাল্ড ট্রাম্প— যৌন হেনস্তাকারী ইপস্টিনের ফাইল প্রকাশ করুন” এবং তৃতীয় “সব ইহুদিকে হত্যা করুন” উস্কানি দেয়া হয়।
শিশুতোষ টেলিভিশন অনুষ্ঠান সেসেমি স্ট্রিটের জনপ্রিয় পাপেট চরিত্র “এলমো” নিয়ে অনুষ্ঠান বানানো সিসামে ওয়ার্কশপ জানিয়েছে, ‘অজ্ঞাত এক হ্যাকার’ এলমোর এক্স অ্যাকাউন্টের অ্যাকসেস পেয়ে গিয়েছিল। যে ইহুদিবিদ্বেষী ও বর্ণবৈষম্যসহ জঘন্য সব পোস্ট করেছিল।
রবিবার এক্সে এসব বিতর্কিত পোস্ট ছড়িয়ে পড়ার পর দ্রুত সেগুলো মুছে ফেলা হয়। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় সামাজিক মাধ্যমে।
এক্স অ্যাকাউন্টে এলমোকে ফলো করেন ৬ লাখ ৫০ হাজার মানুষ। সাধারণত এই অ্যাকাউন্টে ইতিবাচক বার্তা, খেলা বা বন্ধুদের সঙ্গে এলমোর ভিডিও ক্লিপ শেয়ার করা হয়।
গত বছর এলমোর একটি পোস্ট—‘হাউ ইজ এভরিওয়ার ডুয়িং’ ব্যাপকভাবে ভাইরাল হয়। পোস্টটির ভিউ হয় প্রায় ২২ কোটি ৫০ লাখ।