ওবায়দুল কাদের দেশেই আছেন?

Mar 3, 2025 - 11:09
Mar 3, 2025 - 11:53
ওবায়দুল কাদের দেশেই আছেন?

সাবেক সড়ক ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখনো বাংলাদেশে আছেন বলে জানিয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন। 

নিউিইয়র্ক থেকে ৩ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য দিয়েছেন এই অনুসন্ধানী সাংবাদিক। তবে এই খবরের সত্যতার কোনো সূত্র কিংবা অকাট্য কোনো দলিল পাওয়া যায়নি। ফটোপেস্টে তিনি কেবল লিখেন, “অত্যন্ত বিশ্বস্ত সুত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন৷ তিনি দেশ ছেড়েছেন কিংবা মা'রা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে”৷

পোস্টটি দ্রুতই ভাইরাল হওয়ার উপক্রম হয়েছে। ঘন্টা খানেকের মধ্যেই দেড় হাজারের মতো শেয়া হয়েছে। এই সময়ের মধ্যে পোস্টের শীর্ষে থাকা মন্তব্যে টুককুটি পাখি নামের আইডি থেকে লেখা হয়েছে “অবাদুল কাদের যদি দেশে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতাই আছে”। 

তানজিম শাহরিয়ার নামে একজন লিখেছেন, “ওবাইদুল কাদেরকে আমি দেখেছিলাম ১৩ জানুয়ারি রংপুরে। একটা ভিডিও করে ছেড়েও ছিলাম”।

দেলোয়র হোসাইন নামে অপর একজন লিখেছেন, “তাহলে ওকে বের করে, অতি শীগ্রই সরক ও পরিবহন উপদেষ্টা বানানো হোক”।