পাকিস্তানে বন্ধ হচ্ছে মাইক্রোসফটের কার্যক্রম

৭ জুলাই, ২০২৫ ১৭:১০  
৭ জুলাই, ২০২৫ ১৮:৪১  
পাকিস্তানে বন্ধ হচ্ছে মাইক্রোসফটের কার্যক্রম

পাকিস্তানে ২৫ বছরের কার্যক্রমের ইতি টানছে মাইক্রোসফট। সংস্থাটি জানিয়েছে, তারা এখন থেকে পাকিস্তানের গ্রাহকদের রিসেলার এবং কাছাকাছি অঞ্চলের অফিসের মাধ্যমে সেবা দেবে। খবর টেকক্রাঞ্চ।

মাইক্রোসফটের এক মুখপাত্র জানান, “এই পরিবর্তনের ফলে গ্রাহক সেবা ও চুক্তিতে কোনো প্রভাব পড়বে না।”

এই সিদ্ধান্তে পাকিস্তানের মাত্র ৫ জন কর্মচারী প্রভাবিত হবেন। মাইক্রোসফটের পাকিস্তানে কোনো প্রকৌশল কেন্দ্র ছিল না; বরং মূলত অ্যাজিউর ও অফিস পণ্য বিক্রিতে মনোযোগী ছিল।

সম্প্রতি বিশ্বব্যাপী ৯,০০০ কর্মী ছাঁটাইসহ বৃহত্তর পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের আইটি মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক বছরে মাইক্রোসফট তাদের চুক্তি ব্যবস্থাপনা ইউরোপের আয়ারল্যান্ডে স্থানান্তর করেছে।

এই প্রস্থানের মাধ্যমে পাকিস্তানের প্রযুক্তি খাতের চ্যালেঞ্জ এবং বৈশ্বিক বিনিয়োগের প্রতি অনাস্থা আরও স্পষ্ট হলো।

ডিবিটেক/বিএমটি