দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা ৩৯% কমতে পারে

৭ জুলাই, ২০২৫ ১৩:৩৫  
৭ জুলাই, ২০২৫ ১৮:৩৬  
দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা ৩৯% কমতে পারে

স্যামসাং ইলেকট্রনিকসের দ্বিতীয় প্রান্তিকের অপারেটিং মুনাফা আগের বছরের তুলনায় ৩৯% কমে ৬.৩ ট্রিলিয়ন ওন (৪.৬২ বিলিয়ন ডলার) হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত এনভিডিয়াকে উন্নত মেমোরি চিপ সরবরাহে বিলম্বের কারণে এই পতন ঘটছে। খবর রয়টার্স।

বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা স্যামসাং এখনো হাই-ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) চিপ উৎপাদনে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে আছে। এনভিডিয়ার জন্য এইচবিএম৩ই ১২-লেয়ার চিপের যোগ্যতা অর্জন প্রক্রিয়াও ধীরগতিতে চলছে।

তবে সংস্থাটি জুনে এএমডিকে নতুন এইচবিএম চিপ সরবরাহ শুরু করেছে। অন্যদিকে, স্মার্টফোন বিক্রি স্থিতিশীল থাকার আশা করা হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য নীতি ও শুল্ক পরিবর্তনের কারণে স্যামসাং এখনও বিভিন্ন অনিশ্চয়তার মুখে রয়েছে।

ডিবিটেক/বিএমটি