৬৮তম রাউন্ডে আইডিবি’র বৃত্তির সুযোগ ১৫ জুলাই পর্যন্ত

৫ জুলাই, ২০২৫  
৫ জুলাই, ২০২৫  
৬৮তম রাউন্ডে আইডিবি’র বৃত্তির সুযোগ ১৫ জুলাই পর্যন্ত

তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে গত ১৯ বছর ধরে  মেধাবী মুসলিম প্রার্থীদের ১৩টি কোর্সের ওপর আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ ও স্কলারশিপ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। এর মধ্যে স্নাতকধারীদের জন্য ৬টি এবং ডিপ্লোমাধারীদের জন্য ৭টি কোর্স রয়েছে। তবে মাদরাসার শিক্ষার্থীরাও এই সমমানের ভিত্তিতে এই বৃত্তি পেয়ে থাকেন।  

স্নাতকউত্তীর্ণদের জন্য রয়েছে-  স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড এবং ফ্লটার ব্যবহার করে ওয়েব এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, Laravel, React, Vue.js এবং WordPress সহ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ASP.NET, Angular এবং React ব্যবহার করে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস, ওরাকল ডাটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক সলিউশন এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং গ্রাফিক্স, অ্যানিমেশন এবং ভিডিও এডিটিং বিষয়ে বৃত্তি।িআর ডিপ্লোমাধারীদের জন্য রয়েছে লারাভেল ও রিঅ্যাক্ট ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, গ্রাফিক্স, ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স, ASP.NET ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওরাকল অ্যাপেক্স ব্যবহার করে ক্লাউড কম্পিউটিং এবং থ্রিডি ভিজ্যুয়ালাইজেশন। 

নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণের ৬৮তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন গ্রহণ করছে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি। 

আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে মোট আসন আছে ১৬৫টি। চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখ ১৫ জুলাইয়ের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে। পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে এ কোর্সে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে গণিত ও ইংরেজি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হয়। পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হয় না। ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সব কোর্স শুধু ঢাকায় করানো হয়।

 এসব কোর্সে চাকরির বাজারের সঙ্গে সামাঞ্জস্য রেখে আইএসডিবি-বিআইএসইডব্লিউ সব কোর্স পরিচালনা করে। এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারী ৯২ শতাংশ শিক্ষার্থী দেশে-বিদেশে সফলভাবে কর্মরত আছেন।  প্রোগ্রামটি এখন পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে, যাঁরা দেশ এবং বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

বিনা মূল্যের পেশাদার এই বৃত্তি গ্রহণ করতে হলে আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তিতে আবেদন করতে ক্লিক করুন এখানেআর আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

০৫-জুলাই/ডিজিবিটেক/এলডি