১৪ ও ৩৬ জুলাইয়ে ড্রোন শো
১৮ জুলাই স্মরণে ১ মিনিটের প্রতীকি ইন্টারনেট ব্লাকআউট

২০২৪ সালের জুলাই আন্দোলনে ১৮ জুলাই রাত ৯টায় হঠাৎ দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই ১৮ জুলাইকে স্মরণ করে ১ মিনিটের জন্য প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট হবে। একই দিনে সকল মন্ত্রণালয়ের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে ১৮ জুলাই স্মরণের নির্মিত থিম মিউজিক- আওয়াজ উডা। শহীদ পরিবারদের নিয়ে নির্মিত ডক্যুমেন্টারি ও জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ইউআরএল পাঠানো হবে মুঠোফোন বার্তায়।
এতে আরও বলা হয়, এটি বাস্তবায়ন করবে ডাক টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এজন্য ১৭ জুলাই মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানানো হবে, আগামীকাল রাত ৯টায় ১ মিনিটের জন্য সকলের মোবাইল প্রতীকী ইন্টারনেট ব্লাকআইট হবে। ব্লাকআউট থেকে ফিরে আসার পর চোখ রাখন মোবাইলে।
তবে এর আগে ১৪ জুলাই রাজু চত্বরে হবে ড্রোন শো। এই শোতে-২০২৪ সালের এই দিনটিতে রাজাকার স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যেভাবে স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছিলো তা ফুটিয়ে তোলা হবে। রাতে রাজু চত্বরের ওপর সেই জীবন্ত মুহূর্তটাকে প্রদর্শন করার পাশাপাশি দেখানো হবে কী করে বাংলাদেশ জুলােইয়ে এসে পৌঁছলো।
১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এলইডি ওয়াল স্থাপন করে সেখানে উপস্থাপন করা হবে ছাত্রলীগের বর্বর হামলা ও আহতদের ভয়ঙ্কর দিনের বয়ান।
৫ আগষ্ট ৩৬ জুলাই স্মরণে ফের সংসদ ভবনের সামনে বসবে ড্রোন শো।
জুলাই ‘পুণর্জাগরণ’ অনুষ্ঠানমালা’র ক্যালেন্ডারে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। ১ জুলাই কিউআর কোড এর মাধ্যমে জুলাই ক্যালেন্ডারটি প্রকাশ করা হয়। ২ জুন, বুধবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার (চিফ অ্যাডভাইসর জিওবি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে অনুষ্ঠানমালায় সময় সূচি প্রকাশ করেন। সেখানে ১৮ জুলাই প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউটের কথা জানানো হয়।