বাংলাদেশে সিসকো'র বর্ষসেরা অংশীদার স্মার্ট টেকনোলজিস

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসকো এশিয়া প্যাসিফিক, জাপান এবং গ্রেটার চায়নার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ডেইভ ওয়েস্ট; সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্কের প্রেসিডেন্ট ডেইজি চিত্তিলাপিলি; সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্কের পার্টনার অ্যান্ড আরটিএম সেলসের ব্যবস্থাপনা পরিচালক অশোক শিবশঙ্কর; এবং সিসকোর পার্টনার সেলসের ভাইস প্রেসিডেন্ট কার্তিকা প্রিহাদি।
অনুষ্ঠানে সিসকো শিল্প ভিত্তিক উদ্ভাবন, বর্ধিত নিরাপত্তা এবং ইন্টালিজেন্ট সল্যুশনের মূল চালিকা শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর রূপান্তরমূলক সম্ভাবনার উপর জোর দেয়া হয়।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ সম্মানে ভূষিত করায় সিসকো'কে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। তাছাড়াও তিনি সিসকো বাংলাদেশ অফিসের সকল কর্মকর্তা, কর্পোরেট কাস্টমার এবং নিজ প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, "বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উন্নতি সাধনের কোন বিকল্প নেই। আমরা, স্মার্ট টেকনোলজিস পৃথিবীর সবচেয়ে লেটেস্ট প্রযুক্তিপন্য ও সেবা বাংলাদেশের সর্বোস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি, প্রযুক্তি দুনিয়ায় আমরা বাংলাদেশের পদচারনাকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারবো যা ভবিষ্যৎ আধুনিক বাংলাদেশ বিনির্মানের মূল চালিকা শক্তিতে পরিনত হবে।"