চট্টগ্রামের হালিশহর থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জামসজ বিপুল সিম জব্দ

২ জুলাই, ২০২৫  
২ জুলাই, ২০২৫  
চট্টগ্রামের হালিশহর থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জামসজ বিপুল সিম জব্দ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুসন্ধানে চট্টগ্রামের হালিশহরের একটি বহুতল ভবন থেকে ভিওআইপি-তে সরঞ্জাম ও বিপুল পরিমাণ মোবাইল সিম জব্দ করেছে র‌্যাব-৭। ১ জুলাই (মঙ্গলবার) রাত ১১টার দিকে একটি ফ্লাটবাড়ির নবম তলায় অভিযান চালিয়ে ৩০টি অবৈধ সিম বক্স, ১০টি সার্ভার এবং ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে কথা বলতে ব্যবহৃত ১০ হাজারের মতো সিম জব্দ করা হয়েছে। এসময় মূল অভিযুক্তকেও আটক করা হয়েছে।

ভিওআইপি-তে  জড়িত ওই সক্রিয় সদস্যের নাম প্রকাশ না করা হলেও তিনি পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানান অভিযান পরিচালনাকারী র‌্যাব-৭, চট্টগ্রাম এর উপ-অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী।

তিনি জানান, এনটিএমসি ও বিটিআরসি’র সহযোগিতায় এই কাজের সঙ্গে জড়িত একটি বড় প্রতারক চক্রের সন্ধান পেয়েছি। তদন্তের স্বার্থে সেই সংখ্যা বা নাম বলছি না। তবে আটক ব্যক্তিদের জেরায় জানাগেছে, এক হাজার টাকা দিলেই অন্যের এনআইডি নামে নিবন্ধিত ২০টি সিম পাওয়া যায়। উদ্ধার করা প্রতিটি বেশিরভাগ সিমই টেলিটক এর। কিছু রয়েছে এয়ারটেলের।  

র‌্যাব জানিয়েছেন, ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে দেশে থেকে বিদেশে কিংবা বিদেশ থেকে দেশে কল করতে ওই ব্যক্তি মিনিটপ্রতি ১ টাকার নিতো। এই কাজে ব্যবহৃত সার্ভার বাবদ তার খরচ হতো ৭৫ পয়সা। এতে প্রতি মিনিটে তার মিনিট প্রতি ২৫ পয়সা লাভ হতো। এখান থেকে প্রতিদিন হাজার হাজার মিনিট কথা হতো। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল সরকার।