কিশোরের মৃত্যুর ঘটনায় মেটা ও টিকটকের বিরুদ্ধে মামলা চলবে

১ জুলাই, ২০২৫  
১ জুলাই, ২০২৫  
কিশোরের মৃত্যুর ঘটনায় মেটা ও টিকটকের বিরুদ্ধে মামলা চলবে

নিউইয়র্কের এক কিশোরের মৃত্যুর ঘটনায় মেটা প্ল্যাটফর্মস ও টিকটকের মালিক বাইটড্যান্সের বিরুদ্ধে দায়ের করা ভুল মৃত্যু মামলা চালানোর অনুমতি দিয়েছেন রাজ্যের এক বিচারক। খবর রয়টার্স।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ১৫ বছর বয়সী জ্যাকেরি নাজারিও বন্ধুদের সঙ্গে চলন্ত ট্রেনের ওপর "সাবওয়ে সার্ফিং" করার সময় মারা যায়। তার মা অভিযোগ করেছেন, মেটা ও বাইটড্যান্সের মাধ্যমে টিকটক ও ইনস্টাগ্রামে বিপজ্জনক চ্যালেঞ্জের ভিডিও দেখে তার ছেলে আসক্ত হয়ে পড়েছিল।

বিচারক পল গোটজ জানিয়েছেন, মা নর্মা নাজারিও প্রমাণ করার সুযোগ পাবেন যে কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে কিশোরদের লক্ষ্য করে এমন কনটেন্ট ছড়িয়েছে। ফলে মা পণ্য দায়, অবহেলা ও ভুল মৃত্যু সংক্রান্ত অভিযোগ এগিয়ে নিতে পারবেন।

মামলার অন্যান্য বিবাদীরা এখনো কোনো মন্তব্য করেনি। ২০২৪ সালে সাবওয়ে সার্ফিংয়ে নিউইয়র্কে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডিবিটেক/বিএমটি