নেটফ্লিক্সের সঙ্গে নাসার চুক্তি

১ জুলাই, ২০২৫  
১ জুলাই, ২০২৫  
নেটফ্লিক্সের সঙ্গে নাসার চুক্তি

নেটফ্লিক্স ও নাসা সোমবার এক যৌথ ঘোষণায় জানিয়েছে, আগামী গ্রীষ্মেই স্ট্রিমিং প্ল্যাটফর্মে সরাসরি মহাকাশ প্রোগ্রামিং সম্প্রচার শুরু হবে। খবর টেকক্রাঞ্চ।

এই চুক্তির আওতায় গ্রাহকরা রকেট উৎক্ষেপণ, মহাকাশচারীদের স্পেসওয়াক এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর সরাসরি দৃশ্য দেখতে পারবেন। একইসঙ্গে, ২০২৩ সালে চালু হওয়া নাসার বিজ্ঞাপনমুক্ত স্ট্রিমিং অ্যাপ নাসা প্লাস থেকে অতিরিক্ত কনটেন্টও দেখা যাবে।

লাইভ স্ট্যান্ডআপ কমেডি, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বিশেষ ইভেন্টের মাধ্যমে নেটফ্লিক্স ইতিমধ্যেই লাইভ কনটেন্ট সম্প্রসারণ করছে। এবার নাসার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও বৈচিত্র্যময় সরাসরি সম্প্রচারের দিকে এগোচ্ছে।

এর আগে নাসা প্রাইম ভিডিওর সঙ্গে লাইভ ফাস্ট চ্যানেল চালু করেছিল এবং ইউটিউব ও নিজেদের ওয়েবসাইটে নাসা প্লাসের কনটেন্ট বিনামূল্যে প্রচার করছে।

ডিবিটেক/বিএমটি