গুগলের চিপ ব্যবহারের পরিকল্পনা নেই: ওপেনএআই

১ জুলাই, ২০২৫  
১ জুলাই, ২০২৫  
গুগলের চিপ ব্যবহারের পরিকল্পনা নেই: ওপেনএআই

ওপেনএআই জানিয়েছে, প্রতিষ্ঠানটির গুগলের নিজস্ব চিপ ব্যবহার করার কোনো সক্রিয় পরিকল্পনা নেই। খবর রয়টার্স।

গত শনিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছিল, ওপেনএআই গুগলের টেনসর প্রসেসিং ইউনিট পরীক্ষা করছে এবং চাহিদা মেটাতে সেগুলো ব্যবহার করতে পারে। তবে রবিবার এক বিবৃতিতে ওপেনএআই জানিয়েছে, তারা কিছু প্রাথমিক পরীক্ষা চালালেও বর্তমানে সেগুলো বড় পরিসরে ব্যবহারের কোনো পরিকল্পনা নেই।

বর্তমানে ওপেনএআই এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং এএমডির চিপ ব্যবহার করছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি নিজেদের চিপও উন্নয়ন করছে, যা এ বছর নকশা চূড়ান্তের (টেপ-আউট) পর্যায়ে পৌঁছাবে। সম্প্রতি ওপেনএআই গুগল ক্লাউড ব্যবহার শুরু করেছে, যদিও মূল কম্পিউটিং ক্ষমতা কোওরওয়িভের জিপিইউ সার্ভার থেকে আসছে। 

এদিকে, গুগল তার টিপিইউ চিপগুলো বহির্বিশ্বে সম্প্রসারণ করছে, যা অ্যাপলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করছে।

ডিবিটেক/বিএমটি