নর্থ ক্যারোলিনায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ঘোষণা দিয়েছে, তারা নর্থ ক্যারোলিনায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড পরিকাঠামো সম্প্রসারণে। রিচমন্ড কাউন্টিতে এই প্রকল্পের মাধ্যমে অন্তত ৫০০ উচ্চদক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে, যার মধ্যে ডেটা সেন্টার ইঞ্জিনিয়ার ও নেটওয়ার্ক বিশেষজ্ঞ থাকবেন। খবর রয়টার্স।
অ্যামাজন জানিয়েছে, তারা ২০১০ সাল থেকে এ পর্যন্ত উত্তর ক্যারোলিনায় ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বর্তমানে সেখানে প্রতিষ্ঠানটির প্রায় ২৪,০০০ পূর্ণ ও খণ্ডকালীন কর্মী রয়েছে।
এআই প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় বড় প্রযুক্তি কোম্পানিগুলো ডেটা সেন্টার তৈরিতে প্রতিযোগিতায় নেমেছে। এই বিনিয়োগ তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি