রায়ান্সে স্টারলিংক কিট

৩০ জুন, ২০২৫  
৩০ জুন, ২০২৫  
রায়ান্সে স্টারলিংক কিট

কম্পিউটার সামগ্রী আইটি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান রায়ান্স তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফিজিক্যাল শপ দুই জায়গা থেকেই কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক কিট বিক্রির অর্ডার গ্রহণ করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৩০ জুন (সোমবার) জানানো হয়, অর্ডার নেওয়া শুরু হলেও প্রোডাক্ট ডেলিভারি শুরু হবে ১০ জুলাই থেকে।

এতে আরো জনানো হয়, বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত রিটেইলার হিসেবে রায়ান্সের ওয়েবসাইট এবং শপ থেকে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী স্টারলিংক ইন্টারনেট কিট নির্বাচন করে অর্ডার করতে পারবেন। এছাড়াও কাস্টমার সার্ভিস টিম থেকে সাপোর্টও দেয়া হবে। 

রায়ান্সের সংশ্লিষ্ট কর্মকর্তা সাদ আক্কাস শুভ জানান, এই উদ্যোগ দেশের প্রত্যন্ত কম সংযুক্ত অঞ্চলে ইন্টারনেট সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, এটি প্রযুক্তিনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে, যেখানে প্রত্যেক নাগরিক উন্নত নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবে

প্রসঙ্গত, স্পেসএক্সের উন্নত স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক হিসেবে স্টারলিংক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিলেও বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে গ্রাহকদের মধ্যে এই ইন্টারনেট সেবা নিয়ে এরই মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে সমালোচকরা দাবি করছেন, সরকারের অতিপ্রচারণা স্টারলিংকের সীমাবদ্ধতাকে আড়াল করেছে। স্টারলিংক বাংলাদেশের প্রযুক্তি-সক্ষমতা গড়ে তুলছে না বরং মানুষকে আরও বেশি নির্ভরশীল করবে বিদেশি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর। একইভাবে বিদেশী এই কোম্পানিটিকে অসম সুবিধা দিয়ে দেশীয় উদ্যোক্তা এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকীতে ফেলছে বলেও অভিযোগ করছেন ইন্টারনেট ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে, এখনো স্থানীয় কোনো আইআইজি’র কাছ থেকে ব্যান্ডউইথ না নিয়েই এই সেবাটি চালু করার ফলে অনেকেই সেবাটি অনলাইন বেটিং সহ নিষিদ্ধ কাজেই বেশি ব্যবহার করছেন।