কোড ছাড়াই প্রযুক্তি আপনাকে চেনে

তানভীর হাসান জোহা
২৫ জুন, ২০২৫ ০৮:০৩  
৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:২৯  
কোড ছাড়াই প্রযুক্তি আপনাকে চেনে

সত্তুর্ধ্ব ‘আনোয়ার’।  চশমা ছাড়া খালি চোখে মোবাইলের স্ক্রিনের অক্ষরও বোঝেন না। কিন্তু এক রাতে, হঠাৎ ভোর ৩টার সময় ব্যাংকের মতো কোথাও থেকে এসএমএস আসে। ছোট্ট ছেলেকে ডেকে বলেন, “বাবা, দেখি তো—এটা আবার কী?” ছেলে তখন ঘুমিয়ে। বুড়ো মানুষ আর কাউকে জাগান না। শুধু ফোনে আলোটা একটু কমিয়ে রাখেন। সকালবেলা উঠে দেখেন, সব শেষ।
নগদ, বিকাশ—সব একাউন্ট খালি।

কোড? তিনি কাউকে দেননি। তিনি কাউকে বলেনওনি। কিন্তু টাকা গিয়েছে। কে নিলো? কিভাবে?

তদন্ত
থানায় জিডি করলেন। পুলিশ বললো, “আপনার মোবাইল দিয়ে শুরু করতে হবে।”
তদন্তকারী কর্মকর্তা প্রথমেই করলেন মোবাইল ফরেনসিক।
তিনি দেখলেন, ফোনে “Smart Cleaner” নামে এক অ্যাপ ছিল, যেটা নাকি ফোন পরিষ্কার করে।
আরও এক অ্যাপ—“Fast Video Downloader”—যেটা দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যেত। কিন্তু এগুলো ফোনের Accessibility Permission নিয়েছে, মানে ব্যবহারকারীর হয়ে স্ক্রিন পড়তে, লিখতে, এমনকি কোড দেখতে পারে।

এরপর তথ্য চাওয়া হলো নগদ ও বিকাশ থেকে—তারা জানালো, কোড এসেছিল, লগ-ইন হয়েছিল অন্য ডিভাইস থেকে, আর পুরো টাকা উঠিয়ে নেওয়া হয়েছে এক এজেন্টের মাধ্যমে।

স্ক্রিনটা যার, সে তো তুমি নও!
এই গল্পটা শুধু আনোয়ার সাহেবের না।
এই ঘটনা ঘটেছে সালমার ক্ষেত্রেও—একদিন একটা বিজ্ঞাপনে ক্লিক করেছিলেন, “আপনার ছবি দিয়ে রঙ বদলান!”
একটা এ্যাপ নামলো, Access চাইলো। আর তারপর থেকেই হোয়াটসঅ্যাপে কোড আসতে লাগলো, অজানা Login alert আসতে লাগলো।
হাসান নামে এক তরুণ তার প্রেমিকার ছবি ইডিট করতে গিয়ে এমনই একটা ‘Mirror App’ নামিয়েছিল—শুধু স্ক্রিন না, তার প্রেমও কেউ মিরর করে নিয়েছিল!

শিক্ষণীয়
অজানা অ্যাপে ক্লিক করবেন না।
কোন অ্যাপ কী permission নিচ্ছে তা খেয়াল করুন।
OTP/কোড আসা মানেই বিপদ নয়, কিন্তু কেউ না জানলে সেটা ব্যবহারও করতে পারবে না—তবুও আপনার ফোনে যদি “screen reader” থাকে, তাহলে সে জানে।

প্রতিটি ফোনই একেকটা দরজা। দরজাটা আপনি বন্ধ রাখছেন, কিন্তু জানালাটা যদি কেউ খুলে রাখে—তাহলে চুরি তো হবেই।

ভবিষ্যৎ নিরাপদ রাখতে প্রযুক্তিকে জানুন, না হলে প্রযুক্তিই আপনাকে চেনে।


লেখক: নিরাপত্তা বিশেষজ্ঞ ও সহকারী অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল


দ্রষ্টব্য: অভিমত-এ প্রকাশিত পুরো মতামত লেখকের নিজের। এর সঙ্গে ডিজিটাল বাংলা মিডিয়া কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। বহুমতের প্রতিফলন গণমাধ্যমের অন্যতম সূচক হিসেবে নীতিগত কোনো সম্পাদনা ছাড়াই এই লেখা প্রকাশ করা হয়। এতে কেউ সংক্ষুব্ধ বা উত্তেজিত হলে তা তার একান্ত ব্যক্তিগত বিষয়।