বিটকয়েনের দাম ৪% হ্রাস, ইথারেও বড় পতন

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম রবিবার ৪.১৩% কমে দাঁড়িয়েছে ৯৯,২৩৭ মার্কিন ডলারে। মার্কিন সময় সকাল ১০:৫২ মিনিটে (১৪:৫২ GMT) এ তথ্য প্রকাশ করে রয়টার্স।
একই সময়ে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারের দাম আরও বড় ধাক্কা খেয়েছে; এটি ৮.৫২% কমে দাঁড়িয়েছে ২,১৯৯ ডলারে।
২০২৫ সালের প্রথমার্ধজুড়ে বিটকয়েন শক্তিশালী প্রবৃদ্ধি দেখালেও জুন মাসে এর দরপতন বিনিয়োগকারীদের মাঝে কিছুটা উদ্বেগ তৈরি করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বব্যাপী আর্থিক নীতিমালার অনিশ্চয়তা, মার্কিন সুদের হার নিয়ে জটিলতা এবং লাভ তুলে নেওয়ার প্রবণতা এ ধরনের দরপতনের পেছনে কারণ হতে পারে।
তবে বাজারে দীর্ঘমেয়াদি চাহিদা স্থির থাকায় বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে অনেক বিশ্লেষক এখনো আশাবাদী।
ডিবিটেক/বিএমটি