মালয়েশিয়া যাচ্ছেন রাইজ আপ বিজয়ীরা

১৯ জুন, ২০২৫  
১৯ জুন, ২০২৫  
মালয়েশিয়া যাচ্ছেন রাইজ আপ বিজয়ীরা

মালয়েশিয়ার বিখ্যাত রেইনফরেস্ট ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালে যাচ্ছেন দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের ইন-অ্যাপ বিজয়ীরা। এরা হলেন: মো. আলী নাহিদ, একজন উদ্যমী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসার মালিক; শাহ মো. সুলতান, একজন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট; মো. মুহাইমিনুল হক, একজন উচ্চাকাঙ্ক্ষী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী; মো. রিয়ান হোসেন, একজন তরুণ সঙ্গীতপ্রেমী যিনি বর্তমানে পড়াশোনা করছেন; কাজী নাইমুল হক, একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার যিনি প্রযুক্তি খাতে উদ্ভাবন চালিয়ে যাচ্ছেন; ও শাওন কৈরী, একজন সৃজনশীল গল্পকার ও সিনিয়র কনটেন্ট রাইটার

গত ২৩ থেকে ২৯ মে পর্যন্ত রাইজ অ্যাপে আয়োজিত একটি মিউজিক-থিমভিত্তিক ট্রিভিয়া প্রতিযোগিতায় দেশজুড়ে অংশগ্রহণ করা হাজারো প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ী হয়ে এ সাত জন এ মিউজিক ফেস্টিভ্যালে যাওয়ার সুযোগ অর্জন করেন।  রাইজের ইন-অ্যাপ প্রতিযোগিতায় সেরা স্কোর বিবেচনায় বিজয়ীদের নির্বাচিত করা হয়। 

এর মাধ্যমে দেশে প্রথমবারের মত কোন ডিজিটাল প্ল্যাটফর্ম এর ব্যবহারকারীদের আন্তর্জাতিক পরিসরের এমন ফেস্টিভ্যালে পাঠাচ্ছে বাংলালিংকের লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। পুরস্কার হিসেবে বিজয়ীদের জন্য রাইজ তিন দিনব্যাপী ফেস্টিভ্যালের সকল খরচ বহন করবে। সংগীত, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন এ ফেস্টিভ্যালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ অংশ নিবেন।  আগামী ২০ থেকে ২২ জুন মালয়েশিয়ার রেইনফরেস্টে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “রাইজের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছি, যা তরুণদের কৌতূহলী করে তুলতে ও তারুণ্যের উদযাপনে ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য ছিল এ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের শেখা ও জানার ক্ষেত্রে আরও আগ্রহী করে তোলা এবং তাদের ভবিষ্যতের বেড়ে ওঠার পথকে সমৃদ্ধ করা। রেইনফরেস্ট ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল সেটাই করে। ফেস্টিভ্যালটি সংগীত, ভ্রমণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার এক অপূর্ব সম্মিলন।”