৮-১১ জুলাই অনুষ্ঠিত হবে অ্যামাজন প্রাইম ডে ২০২৫

১৭ জুন, ২০২৫  
১৭ জুন, ২০২৫  
৮-১১ জুলাই অনুষ্ঠিত হবে অ্যামাজন প্রাইম ডে ২০২৫

এবছরের অ্যামাজন প্রাইম ডে ২০২৫ হবে ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত—চলবে টানা চার দিনব্যাপী। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ই-কমার্স জায়ান্টটি। খবর টেকক্রাঞ্চ।

বার্ষিক এই বিক্রয় উৎসবে গ্রাহকরা ঘরোয়া খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে গ্রীষ্মকালীন আয়োজনে ব্যবহৃত পণ্য, স্কুল সরঞ্জাম, স্বাস্থ্য ও ব্যক্তিগত যত্ন, খেলনা, সেরা বিক্রিত বই, পোষা প্রাণীর জিনিসপত্র এবং বিলাসবহুল পণ্যসহ নানা কিছুতেই ছাড় পাবেন।

এবার প্রথমবারের মতো থাকছে “টুডেজ বিগ ডিলস”—প্রতিদিনের থিম-ভিত্তিক সীমিত সময়ের অফার, যা নতুন মাত্রা যোগ করবে কেনাকাটায়।

উল্লেখ্য, ২০২৪ সালের প্রাইম ডে-তে যুক্তরাষ্ট্রে ১৪.২ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।

চলতি বছরের শুরুতে অ্যামাজন জানিয়েছিল, ট্যারিফ সত্ত্বেও তারা প্রাইম ডে চালু রাখবে।

ডিবিটেক/বিএমটি