বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বজয়ের গল্প
মোঃ খালিদ সাকিব, দলনেতা, টিম ভয়েজার্স

সময়টা ছিল ২৫ সেপ্টেম্বর, ২০২৩। প্রিলিমিনারি সিলেকশনের ফলাফল প্রকাশিত হলে আমরা জানতে পারি, এবারের NASA Space Apps Challenge Bangladesh পর্বে আমরা সেরা ৫০টা টিমের মধ্যেও নেই। যে কারণে আমাদের ভার্চুয়ালি পার্টিশিপেট করতে হবে। ঢাকায় গিয়ে এই হ্যাকাথনে অংশ নিতে পারছি না। অন্যদিকে আমাদের ভার্সিটি থেকে ২টা টিম অনসাইটে পার্টিশিপেট করার সুযোগ পেয়েছে।
প্রথম প্রথম টিমের সবারই একটু খারাপ লাগা কাজ করছিল। তবুও আমরা মনোবল ধরে রাখি এবং যাইহোক শেষ পর্যন্ত সকলেই সর্বোচ্চটা দেবার চেষ্টা করব এটাই প্রতিজ্ঞা করি। তাই পুরো প্রজেক্টটাকেই নতুন করে আবারো নাসার রিকোয়্যারমেন্ট অনুসারে সাজানো শুরু হয়। মাঝপথে বেসিসের মেন্টরগণও আমাদের বিভিন্ন পরামর্শ দিতে থাকেন।
অক্টোবর, ২০২৩ এর ৬ এবং ৭ তারিখ। সেই মাহেন্দ্রক্ষণ। যেখানে ১৫২টি দেশ থেকে ৮ হাজার ৭১৫টি দলে ৫৭ হাজার ৯৯৯ শিক্ষার্থী একযোগে এই ৩৬ঘন্টার হ্যাকাথনে অংশ নেয়। আমরা Team Voyagers এতে বাংলাদেশ পর্বের লোকাল রাউন্ডে রাজশাহী রিজিওনে চ্যাম্পিয়ন হই এবং আমাদের ক্যাম্পাসের Team Error_404 রানার্স আপ হয়। পরবর্তীতে আমাদের টিম গ্লোবাল নোমিনেশন পেয়ে ফাইনালিস্ট হয়ে আলহামদুলিল্লাহ Best Storytelling Award ক্যাটাগরিতে গ্লোবাল উইনার হবার গৌরব অর্জন করে। যেখানে আমাদের চ্যালেঞ্জ Everything Starts with Water এ আমরা Aqua Explorer নামক একটি প্রোজেক্ট উপস্থাপন করি। যার মূল লক্ষ্য ছিল বিশ্বের পানি প্রবাহের পথ এবং জলবায়ু পরিবর্তনের কারণে পানির মত এই মহামূল্যবান সম্পদে কিধরনের প্রভাব পড়ছে এই বিষয়টা স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে সহজ ভাবে ইন্টারেক্টিভ গেম ও স্টোরিটেলিং এর মাধ্যমে বোঝানো।
এরই ধারাবাহিতায় গত ৪ জুন আমরা আমন্ত্রণ পেয়েছিলাম আমেরিকার মেরিল্যান্ডে অবস্থিত নাসার Goddard Space Flight Center এ Global Winners Celebration এ অংশ নেবার। বিশ্ব দরবারে তাই বাংলাদেশের পতাকা উঁচু করে তুলতে পারব ভেবে আমরা সত্যিই অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ আমাদের সকল প্রোগ্রাম ইতঃমধ্যে শেষ হয়েছে। এবং এখন আমরা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি। ৯জুন সকালে আমাদের ফ্লাইট।
এই পুরো যাত্রায় বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমাদের পুরো ভ্রমণের সকল খরচ বহনের জন্য। এবং বিশেষ কৃতজ্ঞতা মোহাম্মদ জামান স্যারের প্রতি যিনি এই কম্পিটিশনে এ্যাডভাইজর হিসেবে আছেন এবং ইউএসএ তে পুরো সময়টা আমাদের সাথে থেকে গাইড করছেন।
টিম ভয়েজার্স এর সদস্যরা হল - মোঃ খালিদ সাকিব (টিম লিডার), মোঃ আব্দুল মালেক (এ্যাপ ডেভলপার), মোঃ আতিক (লেভেল ডিজাইনার), মোসাঃ ফাহমিদা আক্তার (রিসার্চার) এবং মোঃ সাখাওয়াত হোসেন (প্রোটোটাইপ ডিজাইনার)। যার প্রত্যেকেই আমরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী ।