ঈদে মাভাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীদের রুমে খাবার পৌঁছে দিল ছাত্রদল

৭ জুন, ২০২৫  
৭ জুন, ২০২৫  
ঈদে মাভাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীদের রুমে খাবার পৌঁছে দিল ছাত্রদল

ঈদুল আজহা উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের জন্য এক মানবিক উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ৭ জুন, ঈদের দিন (শনিবার) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের কক্ষে কক্ষে গিয়ে নিজ হাতে খাবার পৌঁছে দেন সংগঠনটির নেতাকর্মীরা। বিশেষভাবে, ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে মুসলিম শিক্ষার্থীদের জন্য গরুর মাংস ও হিন্দু শিক্ষার্থীদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়। 

এ উদ্যোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা সাজিদ ইসলাম দিপু বলেন, ‘আমরা ছাত্ররাজনীতি করি বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনদের জন্য, তাদের কল্যাণের জন্য। সুখে-দুঃখে, বিপদ-আপদে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই-বোন চাকরি প্রস্তুতিসহ নানা কারণে বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ইদ উদযাপন করতে পারেননি।’ 

তিনি আরো বলেন, ‘তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নির্দেশনায় এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। দল-মত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কল্যাণে আমরা সদা প্রস্তুত।’

আরেক ছাত্রদল নেতা নাসিফ ইকবাল পিয়াল বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি বৈষম্যহীন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি গঠনের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। যারা পরিবার থেকে দূরে থেকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই প্রয়াস।’

জানা গেছে, পরিবারের সান্নিধ্য থেকে দূরে থাকা শিক্ষার্থীদের সাথে ইদ আনন্দ ভাগাভাগি করতে এ মানবিক প্রয়াস নেওয়া হয়। ছাত্রদলের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রশংসিত হয়েছে।