চলতি বছরে স্পেসএক্সের সম্ভাব্য আয় ১৫.৫ বিলিয়ন ডলার

মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স চলতি বছরে প্রায় ১৫.৫ বিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে, যা বেসরকারি মহাকাশ খাতে কোম্পানিটির প্রভাব বিস্তারের ইঙ্গিত দেয়। খবর রয়টার্স।
মাস্ক আরও বলেন, ২০২৬ সালের মধ্যে স্পেসএক্সের মহাকাশ খাত থেকে বাণিজ্যিক আয় নাসার ১.১ বিলিয়ন ডলারের বাজেটকেও ছাড়িয়ে যাবে।
স্পেসএক্সের আয় মূলত তাদের উপগ্রহ ইন্টারনেট পরিষেবা ‘স্টারলিঙ্ক’ এবং স্বল্প খরচে মহাকাশ উৎক্ষেপণ সেবার ওপর নির্ভরশীল।
২০২৪ সালে প্রতিষ্ঠানটি ১৩৪টি ফ্যালকন রকেট উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ড গড়েছে। এ বছর তারা ১৭০টি উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
স্টারলিঙ্ক ইতোমধ্যে হাজারো স্যাটেলাইট উৎক্ষেপণ করে বৈশ্বিক ব্রডব্যান্ড সংযোগ বিস্তারে কাজ করছে। ইলন মাস্ক জানিয়েছেন, ভবিষ্যতে এটি শেয়ারবাজারেও তালিকাভুক্ত করা হবে।
ডিবিটেক/বিএমটি