অ্যানথ্রপিকের বার্ষিক আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান অ্যানথ্রপিক বার্ষিক আয় হিসেবে ৩ বিলিয়ন ডলার রাজস্বে পৌঁছেছে। ডিসেম্বর ২০২৪-এ এ সংস্থার বার্ষিক রাজস্ব ছিল ১ বিলিয়ন ডলার, যা মে মাস শেষে তিনগুণে পৌঁছেছে বলে জানান সংশ্লিষ্ট দুই সূত্র। খবর রয়টার্স।
মূলত কোড জেনারেশনের মতো ব্যবসায়িক সেবা থেকে এ আয় এসেছে। গুগল ও অ্যামাজনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সান ফ্রান্সিসকোভিত্তিক অ্যানথ্রপিক বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান সফটওয়্যার-অ্যাজ-আ-সার্ভিস (স্যাস) কোম্পানিগুলোর একটি।
ভোক্তাপর্যায়ে ওপেনএআই-এর চ্যাটজিপিটি অধিক জনপ্রিয় হলেও, ব্যবসায়িক ক্ষেত্রে অ্যানথ্রপিকের ক্লড মডেল উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতা পাচ্ছে। তুলনামূলকভাবে অ্যানথ্রপিকের ক্লড ট্রাফিক এপ্রিলে চ্যাটজিপিটির মাত্র ২% ছিল।
অ্যানথ্রপিক ২০২৫ সালের শুরুতে ৬১.৪ বিলিয়ন ডলারে মূল্যায়িত হয়, যেখানে ওপেনএআই-এর বর্তমান মূল্য প্রায় ৩০০ বিলিয়ন ডলার।
ডিবিটেক/বিএমটি