অ্যান্টিট্রাস্ট মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবে গুগল

অ্যালফাবেটের মালিকানাধীন গুগল জানিয়েছে, অনলাইন সার্চে একচেটিয়া আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে। শনিবার এক্স-এ দেওয়া বিবৃতিতে গুগল জানায়, "আমরা আদালতের পূর্ণ রায়ের অপেক্ষায় রয়েছি, তবে আমরা মনে করি মূল রায়টি ভুল ছিল এবং আমরা আপিলের অপেক্ষায় আছি।" খবর রয়টার্স।
ওয়াশিংটনের জেলা বিচারক অমিত মেহতা অনলাইন সার্চ এবং বিজ্ঞাপন বাজারে গুগলের অবৈধ একচেটিয়াতা নিয়ে শুনানি গ্রহণ করেছেন। মার্কিন বিচার বিভাগ (ডিওজে) গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার অংশ হিসেবে গুগল অ্যাড ম্যানেজার বিক্রি করার আহ্বান জানিয়েছে।
এছাড়া, অ্যাপলসহ বিভিন্ন মোবাইল প্রস্তুতকারককে গুগল যে বিলিয়ন ডলারের বিনিময়ে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করায়, তা বন্ধ করার নির্দেশনা চায় তারা। এআই প্রযুক্তিতে গুগলের আধিপত্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
ডিবিটেক/বিএমটি