শত কোটির মাইলফলক পেরোলো মেটা এআই

৩০ মে, ২০২৫  
৩০ মে, ২০২৫  
শত কোটির মাইলফলক পেরোলো মেটা এআই

মেটা এআই এখন প্রতি মাসে ১০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে—এ তথ্য জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। বুধবার কোম্পানির বার্ষিক শেয়ারহোল্ডার সভায় তিনি বলেন, গত সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ৫০ কোটির মতো। খবর টেকক্রাঞ্চ।

জাকারবার্গ জানান, এ বছরের মূল লক্ষ্য হলো মেটা এআই-কে আরও পার্সোনালাইজড, কণ্ঠস্বরভিত্তিক এবং বিনোদনমুখী করে তোলা। ভবিষ্যতে এটি ঘিরে একটি ব্যবসায়িক মডেল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে কোম্পানির।

তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে মেটা এআই-তে পেইড রিকমেন্ডেশন যুক্ত করা হতে পারে বা একটি সাবস্ক্রিপশন সেবা চালু করা হতে পারে, যার মাধ্যমে বেশি কম্পিউট শক্তি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

এমতাবস্থায়, সাবস্ক্রিপশন চালু হলে মেটা এআই-এর প্রতিযোগিতা বাড়বে ওপেনএআই-এর চ্যাটজিপিটির মতো জনপ্রিয় চ্যাটবট অ্যাপের সঙ্গে। 

উল্লেখ্য, কিছুদিন আগেই মেটা এআই-এর একটি স্বতন্ত্র অ্যাপ উন্মোচন করা হয়েছে।

ডিবিটেক/বিএমটি