মেডিকেল স্টার্টআপে শত মিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী স্যামসাং

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক মেডিকেল ডিভাইস স্টার্টআপ এক্সো-তে ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ রাউন্ডে অংশ নিতে চায় স্যামসাংয়ের ভেঞ্চার ইনভেস্টমেন্ট ইউনিট—ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। খবর টেকক্রাঞ্চ।
রাউন্ডটি নেতৃত্ব দিচ্ছে স্যান্ডস ক্যাপিটাল, বোল্ড ক্যাপিটাল ও কিউবিট হেলথ ক্যাপিটাল। প্রতিবেদনে আরও বলা হয়, কিউবিটের চেয়ারম্যান ইমার ইশরাক এক্সোর পরিচালনা পর্ষদে যোগ দেবেন।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এক্সো কৃত্রিম বুদ্ধিমত্তা, মেডিকেল ইমেজিং ও সিলিকন প্রযুক্তির সমন্বয়ে স্মার্টফোনে যুক্ত করা যায় এমন হ্যান্ডহেল্ড আলট্রাসাউন্ড ডিভাইস তৈরি করে, যা ফুসফুস স্ক্যান বা ইকোকার্ডিওগ্রামের মতো পরীক্ষায় ব্যবহৃত হয়।
এক্সো এরই মধ্যে ব্ল্যাকরক, ইন্টেল, সনি ও স্যান্ডস ক্যাপিটালের মতো প্রতিষ্ঠান থেকে ৩২০ মিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছে। এছাড়া, প্রতিষ্ঠানটি স্যামসাং মেডিসনের সঙ্গে অংশীদারিত্বে যাওয়ার কথাও ভাবছে।
ডিবিটেক/বিএমটি