ফের ফাঁস হলো গুগলের পিক্সেল ১০

২৭ মে, ২০২৫  
২৭ মে, ২০২৫  
ফের ফাঁস হলো গুগলের পিক্সেল ১০

গুগল এখনো আনুষ্ঠানিকভাবে পিক্সেল ১০ নিয়ে কোনো ঘোষণা না দিলেও, ডিভাইসটি সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভার সমুদ্রসৈকতে একটি বিজ্ঞাপন চিত্র ধারণের সময় ক্যামেরায় ধরা পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মার্কসগানপাবলিক নামের এক ব্যবহারকারী এই চিত্র ফাঁস করেন, যা প্রযুক্তি বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। খবর দ্য ভার্জ।

এছাড়া, ‘মিস্টিক লিকস’ নামের একটি জনপ্রিয় সূত্র জানায়, পিক্সেল ১০-এ থাকবে চারটি নতুন রঙ: কালো ‘অবসিডিয়ান’, নীল, বেগুনি ‘আইরিস’ এবং হলুদ ‘লেমনচেলো’। অন্যদিকে, পিক্সেল ১০ প্রো এবং এক্সএল সংস্করণে থাকবে সাদা ‘পোরসেলিন’, কালো ‘অবসিডিয়ান’, সবুজ এবং ধূসর ‘স্টার্লিং’ রঙের বিকল্প।

এখনো পর্যন্ত গুগল আনুষ্ঠানিকভাবে এই ফাঁসকৃত তথ্য স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই তারা পিক্সেল ১০ সিরিজ উন্মোচন করবে। 

নতুন রঙের বৈচিত্র্য ও ডিজাইনের ঝলক প্রযুক্তিপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। অনেকেই ধারণা করছেন, পিক্সেল ১০ সিরিজে উন্নত ক্যামেরা প্রযুক্তি, নতুন প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ নানা আকর্ষণীয় ফিচার যুক্ত হবে।

ডিবিটেক/বিএমটি