৩০ মে উত্তরায় টেকনো-এআই যুগের উন্মোচন

২৭ মে, ২০২৫  
২৭ মে, ২০২৫  
৩০ মে উত্তরায় টেকনো-এআই যুগের উন্মোচন

বাংলাদেশে নিজেদের এআই যুগের সূচনা করতে যাচ্ছে টেকনো। রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত সেন্টারপয়েন্ট শপিং মলে উন্মোচন করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোর। আগামী ৩০ মে শপটি উদ্বোধন করবে টেকনো বাংলাদেশ।

সূত্র বলছে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে আইএফসি পর্যন্ত সাড়া ফেলা পরবর্তী প্রজন্মের স্মার্ট প্রযুক্তির পসরা থাকছে এই ফ্লাগশিপ স্টোরে। সেখানে দেখা মিলতে পারে টেকনো’র ডায়নামিক ১ রোবোটিক ডগ, পকেট গো এআর গেমিং সিস্টেম, এআই গ্লাসেস সিরিজ, টেকনো মেগাবুক ল্যাপটপ এবং বিশ্বের সবচেয়ে পাতলা স্পার্ক স্লিম স্মার্টফোনের মতো ভবিষ্যত উদ্ভাবন। 

টেকনো বাংলাদেশ সূত্রে প্রকাশ, উদ্বোধনী অনুষ্ঠানে সুরের সিম্ফোনি ছড়াবেন শিল্পী হাবিব ওয়াহিদ, জেফার, মিনার রহমান সহ আরো অনেক জনপ্রিয় শিল্পীরা। এই উদযাপনে নতুন মাত্রা যোগ করতে লাইভ পারফর্মেন্সের পাশাপাশি একটি স্টাইলিশ ফ্যাশন শোর আয়োজন করা হবে। 

প্রসঙ্গত, বাংলাদেশের বাজারে টেকনোর পথচলা শুরু হয় ২০১৭ সালে। সম্প্রতি, কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর নতুন পরিকল্পনা ও প্রডাক্টের ঘোষণা দিয়ে বিশ্ব মঞ্চে ঝড় তুলেছে টেকনো। কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগতি সত্ত্বেও, টেকনো ব্যবহারকারীদের জীবনযাত্রার সবচেয়ে প্রয়োজনীয় উদ্ভাবন স্মার্টফোনকে ভুলে যায়নি। নতুন ক্যামন ৪০ সিরিজে রয়েছে দুর্দান্ত এআই ফিচার। এই সিরিজের এআই ফিচারের সাহায্যে প্রতিদিনের কাজ করা এখন আরও সহজ। ফলে, স্মার্টফোন হয়ে উঠেছে আপনার অন-দ্য-গো অ্যাসিস্ট্যান্ট।