৫ জুনের রেল টিকিটের জন্য প্রায় ৩ কোটি হিট!

২৬ মে, ২০২৫  
২৬ মে, ২০২৫  
৫ জুনের রেল টিকিটের জন্য প্রায় ৩ কোটি হিট!

ঈদের সময় ঘনিয়ে আসার সঙ্গে যেন আগাম টিকেট কিনতে বাংলাদেশ রেলওয়ের সার্ভারে হিট বাড়ছেই। যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮ থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে দেওয়া হচ্ছে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী আগামী ৫ জুন যারা ভ্রমণ করতে চান তাদের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার। সকাল ৮টায় শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। এসময় টিকিট কিনতে প্রথম ৩০ মিনিটেই  ২ কোটি ৯৭ লাখ হিট বা টিকিট কেনার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের সূত্র।

কমলাপুরের রেল স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেছেন, অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে গতকাল রবিবার সর্বোচ্চ হিট হয়েছে অনলাইনে। আজ সোমবার টিকিটের চাহিদা আরো বেশি থাকবে। দিন দিন এটা বাড়তেই থাকবে বলে মনে হচ্ছে। 

এর আগে রবিবার (২৫ মে) দুপুরে প্রথম ৩০ মিনিটেই এক কোটি ৯৪ লাখ হিট হয়েছে রেলের সার্ভারে। সকাল ৮টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ দুই কোটি ৭৬ লাখ হিট করেন টিকিটপ্রত্যাশীরা। এদিন দুপুর ২টায় রেলওয়ে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটেই ১ কোটি ৯৪ লাখ হিট বা টিকিট কেনার চেষ্টা করা হয়েছে।

পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর ৩ জুনের টিকিটের জন্য প্রথম আধা ঘণ্টায় রেলের ওয়েবসাইটে সর্বোচ্চ ১ কোটি ১৪ লাখ হিট হয়েছে শনিবার (২৪ মে)।

সোমবার দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।

প্রাপ্ত তথ্য মতে, আগামী ৫ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ৩৩ হাজার ৯২৪টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে৷ এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২৪টি ট্রেনে ১৬ হাজার ৫৭৬ আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ২১টি ট্রেনে ১৭ হাজার ৩৪৮ টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৪ হাজার ৫৮১ টি টিকিট বিক্রি হয়েছে। আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮০৩ টিকিট। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিক্রি হয়েছে ২২ হাজার ৬৭৭ টিকিট।

ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন পাওয়া যাবে।