অনার দেখালো এআই জাদু

২৫ মে, ২০২৫  
২৫ মে, ২০২৫  
অনার দেখালো এআই জাদু

এআই জাদুর স্মার্টফোন দেখালো অনার। ফোনটিতে আছে ২০০ মেগাপিক্সেল আল্ট্রা কিলিয়ার এআই ক্যামেরা। রবিবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেল ফোনটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ক্যামেরা লেডিরা যেমন গ্ল্যামার ছড়ায়, তেমনি ফটোবুথে ছিলো উন্মোচিত ফোনে ছবি তুলে প্রিন্ট করার লাইন।

ফোনটি উন্মোচন করেন স্মার্ট টেকনোলজিস বিডি লিসিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন অনার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ল্যং গুও। এসময় আইটি সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর, ও ব্যবসায় অংশীদাররা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে দেখানো হয়,  ফোনের ছবিকে ভিডিওতে পরিণত করতে সক্ষম পূর্ণাঙ্গ এআই ফিচার; আলোর স্বল্পতা দূর করা, যুৎসই স্ক্রিন টোন, এমনকি বন্ধ চোখ খুলে দিতে সক্ষম  অনার ৪০০। অনুষ্ঠানে দেয়া উপস্থাপনায় দেখানো হলো, পিসি এবং ভিডিও ক্যামেরা এবং এডিটিং সফট ছাড়াই ফোন দিয়েই সব কাজ করে দেখালেন আলোকচিত্রী জুবায়ের।

অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম জানালেন, সিলিকন কর্বনের তৃতীয় সংস্করণের ব্যাটারি রয়েছে। 

হেড অব বিজনেস জানালেন আব্দুল্লাহ আল মামুন জানালের ফোনটি পাওয়া যাবে ৭৯ হাজার ৯৯৯ টাকা। আগামী ৩১ মে পর্যন্ত চলবে প্রিবুকিং। প্রিবুকিংয়ে উপহার থাকবে ১৫ হাজার টাকার উপহার।