অনলাইনে প্রতারণা নিয়ে সতর্ক করল জাইকা

২২ মে, ২০২৫  
২৩ মে, ২০২৫  
অনলাইনে প্রতারণা নিয়ে সতর্ক করল জাইকা

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর বাংলাদেশ কার্যালয় সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সংস্থাটির নাম ব্যবহার করে সংঘটিত প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে জানতে পেরেছে। প্রতারকরা জাইকার নাম ও লোগো ব্যবহার করে ভুয়া সঞ্চয় প্রকল্প, ঋণ সুবিধা ও চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এর ভিত্তিতে, জাইকা প্রতারণামূলক সকল কার্যক্রমের বিরুদ্ধে জোরালো অবস্থান ব্যক্ত করে এসব ভুয়া প্রচারণার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি, সংস্থাটি সবাইকে এ ধরনের ভুয়া প্রস্তাব ও বার্তা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।                     

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইনে চালানো বিভ্রান্তিকর তথ্য বিষয়ে জানানো হয়। প্রতিষ্ঠানটির নামে প্রতারণামূলক কার্যক্রমের ভুয়া দাবির মধ্যে রয়েছে, জাইকা প্রদত্ত ব্যক্তিগত ঋণ সুবিধা এবং এক্ষেত্রে অগ্রিম অর্থ এবং অনেক ক্ষেত্রে প্রক্রিয়াকরণ ফিও দাবি করা হচ্ছে। এর পাশাপাশি, কিছু ফেসবুক পোস্টে জাইকার নাম ব্যবহার করে ভুয়া সঞ্চয় প্রকল্প ও চাকরির বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে।

অসাধু এসব কার্যক্রমের প্রতি তীব্র নিন্দা জানায় জাইকা।  জাইকা ব্যক্তি পর্যায়ে কোন ঋণ প্রদান করে না। এছাড়া, চাকরির নিয়োগ প্রক্রিয়ার কোনো ধাপেই জাইকা  কোন প্রকার ফি গ্রহণ করে না জাইকা সম্পর্কিত সকল প্রকৃত তথ্য  জাইকার আনুষ্ঠানিক যোগাযোগ মাধ্যম থেকে প্রকাশ করা হয়।  

একইসাথে জাইকা সকলের প্রতি  এ ধরনের সন্দেহজনক বার্তা ও প্রকল্প সম্পর্কে তথ্য যাচাই করতে এবং প্রতারণার ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। ব