ফেবু লাইভে ৫জি গেমিং ফোন উন্মোচন

বাংলাদেশের বাজারের জন্য ফেসবুক লাইভে দুইটি ৫জি গেমিং ফোন ও একটি স্মার্ট ঘড়ি উন্মোচন করলো রিয়েলমি। একইসঙ্গে ঘোষণা করলো পাবজি টুর্নামেন্টের। মেকা সিলভার ও স্টর্ম টাইটেনিয়াম রঙের নতুন রিয়েলমি ১৪জি ১২জিবি ২৫৪ ভ্যারিয়েন্টের দাম ৪১ হাজার ৯৯৯ টাকা। ১৪টি’র দাম ৩১ হাজার ৯৯৯ টাকা। আর রিয়েলমি বাডস টি২০০ এর দাম ঘোষণা করা হয়েছে ২৫০০ টাকা।
সোমবার দুপুরে রিয়েলমি ১৪ ৫জি ও রিয়েলমি ১৪টি স্মার্টফোনটি উন্মোচন অনুষ্ঠান শুরু হয় কীভাবে চির তরুণ থাকা যায় সে বিষয়ক একটি টিজার দিয়ে। তিনটি ভিডিও ক্লিক চলে আধাঘণ্টার বেশি সময় ধরে। যেখানে দেখানো হয় রিয়েলমি গেমিং পারফরমেন্সে কিভাবে এর সীমা ছাড়িয়েছে। সঙ্গে পাবজি গেইম খেলার ধামাকা। খেলতে গিয়ে দেখা যায় সতীর্থের ফোনের চার্জ শেষ। তখনই সহযোদ্ধা জানিয়ে দেয় সাথে থাকা অ্যাডাপ্টর ব্যবহারের কথা। দর্শকদের জন্য ছিলো কুইজ প্রতিযোগিতা।
ভার্চুয়াল উন্মোচন অনুষ্ঠানে শুরুতেই পর্দায় হাজির হন রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং প্লানিং ম্যানেজার মুজাফ্ফর হোসেন মামুন। তিনি জানান, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তাদের আনা বিভিন্ন উদ্ভাবনী সল্যুশনে এই উদ্বোধনীটি রিয়েলমির নতুন অধ্যায়ের সূচনা করছে। এখন এআই গেমারদের জন্য শুধু বিনোদন নয়। এটা তাদের জন্য ফ্যাশন, পরিচয় এবং পেশাও। পাশাপাশি তাপ ও আলো বুঝে স্মার্টফোনের রঙ বদলের প্রযুক্তির উল্লেখ করেন তিনি। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ছিল এআই ভয়েস রিটাচার এবং এআই ভিডিও ইরাজার। আর এসব ফিচারের জন্য রিয়েলমি বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে বলে জানান তিনি। বলেছেন, ফ্রেম রেট বা প্রসেসিং গতির সঙ্গে আজকের গেমাররা বুদ্ধিমত্তা, রেসপনসিভন্সে এবং রিয়েল টাইম অ্যাডাপশন। তাই আমরা সুপিরিয়র ভিজ্যুয়াল, আল্ট্রা লো লেটেন্সি এবং ইউজার সেন্ট্রেক এক্সপেরিয়েন্সকে গুরুত্ব দিয়েছি। এজন্য আমরা নিয়ে এসেছি রিয়েলমি রিটার্ন অব কিং। এই গেমিং প্রতিযোগিতায় সারাদেশের পাবজি খেলোয়াড়রা অংশ নেবে। যে কেউ এখানে অংশ নিয়ে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার।
এরপর ফোন দুটির বিভিন্ন দিক তুলে ধরেন রিয়েলমি বাংলাদেশে ন্যাশনাল ট্রেনিংম্যানেজার তানভীর আহমেদ। তিনি জানান, গেমিং মুহুর্তকে রাঙিয়ে তুলতে নতুন ফোনটির ক্যামেররা সঙ্গে থাকছে একটি ভিক্টোরি হ্যালো লাইট। পেন্সিলের চেয়েও পাতলা হলেও ফোনটি ৬ হাজার ফ্য্যানের পরামর্শে করা হয়েছে খবুই শক্তপোক্ত। তাদের পরামর্শে গেমিং ল্যাগ, গেমিং হিট ও ব্যাটারে ড্রেইন সমস্যা সমাধানে নতুন ফোনে টপ লেভেল ফ্রেম রেট করা হয়েছে ১২০ এফপিএস। এআই মোশন কন্ট্রোল, আল্ট্রা টাচ সেন্সিভিটি শত্রুতে চোখের পলকে ঘায়েল করতে পারবে। ব্যবহৃত হয়েছে ৬০০০ এমএইএচ ব্যাটারি।