ডেটিং অ্যাপ ‘র’-এর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস

৩ মে, ২০২৫  
৩ মে, ২০২৫  
ডেটিং অ্যাপ ‘র’-এর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস

ডেটিং অ্যাপ ‘র’-এর একটি নিরাপত্তা ত্রুটির কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও অবস্থান সবার জন্য উন্মুক্ত ছিল বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। ফাঁস হওয়া তথ্যের মধ্যে ছিল ব্যবহারকারীর নাম, জন্মতারিখ, যৌন ও ডেটিং পছন্দ এবং জিপিএস লোকেশন। খবর 

২০২৩ সালে চালু হওয়া এই অ্যাপটি প্রতিদিন সেলফি আপলোডের মাধ্যমে ‘সত্যিকারের সম্পর্ক’ গড়ার প্রতিশ্রুতি দেয়। যদিও অ্যাপটি দাবি করে, এটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে, টেকক্রাঞ্চের পরীক্ষায় তার প্রমাণ মেলেনি।

সংস্থা নিশ্চিত করেছে, টেকক্রাঞ্চের প্রতিবেদনের পর সমস্যা সমাধান করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি তৃতীয় পক্ষের কোনো নিরাপত্তা অডিট করেনি এবং ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের জানানো হবে কিনা, সে বিষয়েও স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি।

ডিবিটেক/বিএমটি