প্রথম সপ্তাহে ক্যাপকাটের রেকর্ড ভাঙলো ইনস্টাগ্রাম এডিটস

২৭ এপ্রিল, ২০২৫  
২৭ এপ্রিল, ২০২৫  
প্রথম সপ্তাহে ক্যাপকাটের রেকর্ড ভাঙলো ইনস্টাগ্রাম এডিটস

মেটার নতুন ভিডিও নির্মাণ অ্যাপ 'ইনস্টাগ্রাম এডিটস' প্রথম সপ্তাহেই ৭১ লাখের বেশি ডাউনলোডের মাধ্যমে ক্যাপকাটের সূচনালগ্নের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। খবর টেকক্রাঞ্চ।

অ্যাপফিগারসের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দুই দিনে আইওএস প্ল্যাটফর্মে এডিটসের ডাউনলোড সংখ্যা ছিল প্রায় ৭ লাখ ৩ হাজার, যা ক্যাপকাটের তুলনায় প্রায় ৩৭ গুণ বেশি।

যুক্তরাষ্ট্রে প্রথম তিন দিনে এডিটসের ডাউনলোড সংখ্যা ছিল ৩ লাখ ৮১ হাজার, যেখানে ক্যাপকাটের ছিল মাত্র ৩ হাজার ৪০০। 

মুক্তির প্রথম দিনেই এডিটস ইউএস অ্যাপ স্টোরের শীর্ষ স্থানে উঠে আসে। যদিও ক্যাপকাটের বর্তমান বৈশ্বিক ডাউনলোড সংখ্যা ১২২ কোটি ছাড়িয়েছে, বিশেষজ্ঞরা মনে করছেন মেটার বিস্তৃত নেটওয়ার্কের কারণে এডিটস দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে পারবে। 

তবে এডিটস নিয়ে ব্যবহারকারীদের কিছু সমালোচনাও রয়েছে, বিশেষ করে ক্যাপকাটের মতো উন্নত ফিচারের ঘাটতির থাকায়।

ডিবিটেক/বিএমটি