চেন্নাইতে ১১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে স্যামসাং

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স ভারতের দক্ষিণাঞ্চলের চেন্নাইয়ের নিকটবর্তী তাদের কারখানায় ১০০০ কোটি রুপি (প্রায় ১১৭ মিলিয়ন ডলার) বিনিয়োগ করবে। শুক্রবার তামিলনাড়ু রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী টি. আর. বি. রাজা এই তথ্য জানান। খবর রয়টার্স।
সাম্প্রতিক সময়ে কর্মী বহিষ্কার নিয়ে কারখানাটিতে শ্রমিকদের প্রতিবাদের মুখে স্যামসাং এই বিনিয়োগের ঘোষণা দিল।
মন্ত্রী জানান, এই বিনিয়োগ স্যামসাংয়ের তামিলনাড়ুর শ্রমশক্তির প্রতি আস্থা প্রকাশ করে এবং এতে ১০০ নতুন কর্মসংস্থান তৈরি হবে।
উল্লেখ্য, গত বছরও এই কারখানায় উচ্চ বেতন ও ট্রেড ইউনিয়ন স্বীকৃতির দাবিতে পাঁচ সপ্তাহব্যাপী ধর্মঘট হয়েছিল। বর্তমানে কারখানাটিতে ২০০০-এর বেশি কর্মী কাজ করছেন এবং এটি স্যামসাংয়ের ২০২২-২৩ সালের ১২ বিলিয়ন ডলারের ভারতীয় বিক্রয়ের এক-পঞ্চমাংশের যোগান দেয়।
এ বিষয়ে স্যামসাং এখনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য প্রকাশ করেনি।
ডিবিটেক/বিএমটি