অধিকাংশ আইফোন ভারতে তৈরি করবে অ্যাপল!

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ২০২৬ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে বিক্রিত অধিকাংশ আইফোন ভারতের কারখানায় তৈরি করার পরিকল্পনা করছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সূত্রের তথ্যমতে, এই প্রক্রিয়া দ্রুততর করতে ফক্সকন ও টাটার সঙ্গে জরুরি আলোচনা চালিয়ে যাচ্ছে অ্যাপল।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বছরে বিক্রিত প্রায় ৬০ মিলিয়ন আইফোনের মধ্যে ৮০ শতাংশই চীনে উৎপাদিত হয়। তবে সম্ভাব্য উচ্চ শুল্ক এড়াতে অ্যাপল উৎপাদন স্থান স্থানান্তরের উদ্যোগ নিয়েছে।
ভারতে আইফোন উৎপাদনে খরচ চীনের তুলনায় ৫-৮ শতাংশ বেশি হলেও, অ্যাপল ইতোমধ্যে উৎপাদন বাড়িয়েছে। মার্চ মাসে দেশটি থেকে প্রায় ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২ বিলিয়ন ডলার।
ফক্সকন ও টাটা মিলে বর্তমানে ভারতে তিনটি কারখানা পরিচালনা করছে এবং আরও দুটি কারখানা নির্মাণাধীন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেড ইন ইন্ডিয়া’ উদ্যোগের ফলে অ্যাপলের এই স্থানান্তর পরিকল্পনা ত্বরান্বিত হয়েছে।
ডিবিটেক/বিএমটি