গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

১৫ এপ্রিল, ২০২৫  
১৫ এপ্রিল, ২০২৫  
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

উৎসবের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক জনাব ফারহানা ইসলামের সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সকলে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার।আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, “পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এটি শুধু নতুন বছরের সূচনাই নয়, বরং হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এই উৎসবের মূল লক্ষ্য হলো মানুষকে আরও কাছে নিয়ে আসা, সমাজে ঐক্য ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলা, বৈষম্যহীন বাংলাদেশ গড়া।”

তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, এমন একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের জন্য নববর্ষ উদযাপন কমিটির সকল সদস্য ও উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আলোচনা শেষে বর্ষ বরণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয় পরিবার এক অনন্য আনন্দঘন পরিবেশে নববর্ষকে বরণ করে নেয়।