চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ উৎসবমুখর পরিবেশে “বাংলা নববর্ষ-১৪৩২” উদযাপিত হয়েছে। চুয়েট পরিবারের বিপুল সদস্য অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এবার প্রথমবারের মতো বিভিন্ন হল থেকে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী নববর্ষের ফেস্টুন, প্ল্যাকার্ড, বাঁশি নিয়ে আনন্দে মেতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়।
সোমবার উপলক্ষে চুয়েটের প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর "এসো হে বৈশাখ" গান পরিবেশনের মাধ্যমে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে শুভেচ্ছা বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া উপস্থিত সকলকে বাংলা নববর্ষ-১৪৩২ এর শুভেচ্ছা জানিয়ে বলেন, “পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির গুরুত্ব, শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করতে সহায়তা করে। আমরা যেন সব ধরনের বিভেদ ও বৈষম্য ভুলে মানবতা, ভালোবাসা ও একাত্মতায় বিশ্বাস রাখি। এবারের পয়লা বৈশাখ হতে পারে ভবিষ্যৎ নির্মাণের চাবিকাঠি যা সবার জন্য ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে।”
সমাপনী বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে পান্তা ভোজন, ঘুড়ি উড়ানো উৎসব ইত্যাদি।