অ্যান্ড্রয়েড ও পিক্সেল টিমের কয়েক’শ কর্মী ছাঁটাই

অ্যালফাবেটের অধীনস্থ গুগল তাদের প্ল্যাটফর্ম ও ডিভাইস বিভাগে শত শত কর্মী ছাঁটাই করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন। অ্যান্ড্রয়েড, পিক্সেল ফোন এবং ক্রোম ব্রাউজারসহ অন্যান্য অ্যাপ্লিকেশন পরিচালনাকারী এই বিভাগে ছাঁটাই কার্যক্রম চালানো হয়। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ঐ বিভাগের কর্মীদের জন্য স্বেচ্ছা অবসরের প্রস্তাব দেওয়ার পর এবার পদক্ষেপটি নেওয়া হলো।
গুগলের একজন মুখপাত্র দ্য ইনফরমেশনকে জানিয়েছেন, “গত বছর প্ল্যাটফর্ম ও ডিভাইস টিমগুলোর একত্রীকরণের পর আমরা আরও সক্রিয় ও কার্যকরভাবে পরিচালনায় মনোযোগ দিচ্ছি, যার অংশ হিসেবেই কিছু কর্মী ছাঁটাই এবং স্বেচ্ছা অবসরের উদ্যোগ নেওয়া হয়েছে।”
রয়টার্স গুগলের কাছে মন্তব্য চাইলে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
এদিকে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যয় কমিয়ে ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের দিকে বিনিয়োগ পুনঃকেন্দ্রীকরণ করছে। ফেসবুক-মালিক মেটা জানুয়ারিতে তাদের "সর্বনিম্ন কার্যক্ষম" ৫ শতাংশ কর্মী ছাঁটাই করে এবং দ্রুতগতির যন্ত্রশিক্ষা প্রকৌশলী নিয়োগে অগ্রাধিকার দেয়। মাইক্রোসফট সেপ্টেম্বর মাসে এক্সবক্স ইউনিট থেকে ৬৫০ জন কর্মী ছাঁটাই করে। এছাড়া অ্যামাজন এবং অ্যাপলও বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাই করেছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্লুমবার্গ জানায়, গুগলের ক্লাউড বিভাগেও কিছু কর্মী ছাঁটাই করা হয়েছে, যদিও তা কিছু নির্দিষ্ট টিমে সীমিত ছিল।
এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ঘোষণা দিয়েছিল যে, তারা বিশ্বব্যাপী কর্মীসংখ্যার ৬ শতাংশ বা প্রায় ১২ হাজার জনকে ছাঁটাই করবে।
ডিবিটেক/বিএমটি