নিকুঞ্জ থেকে ইমো’র ছবি অনুমোদন!

১০ এপ্রিল, ২০২৫  
১০ এপ্রিল, ২০২৫  
নিকুঞ্জ থেকে ইমো’র ছবি অনুমোদন!

বাংলাদেশের আইসিটি খাতের বাজারের আকার ২৪০ কোটি মার্কিন ডলারের। এর মধ্যে অভ্যন্তরীণ বাজারের অংশ দেড় শ’ কোটি ডলার। বিপিও থেকে আসে ১২০ কোটি ডালার। এই খাতে যুক্ত আছেন দেশের সাড়ে তিন লাখ কর্মী। এর মধ্যে ৫০ হাজারের মতো অনলাইনে সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। এরা এখন উদ্যোক্তা হতে আগ্রহী। তারপরও এদেশে সক্রিয় রয়েছে ২৬ হাজারের মতো আইটি কোম্পানি।

এই কোম্পানিগুলো দেশের জনশক্তির মাধ্যমে সেবা দেয় অ্যাপল, অ্যামাজন, বিটি, উবার, টেমো, স্ট্যান্ডর্ড চার্টার্ড ব্যাংক, ইউনিলিভার, উেইপ্রো, টেলিনর, ইমো, ভিগো, লাইকি’র মতো প্রতিষ্ঠানে। এর মধ্যে ইমো, ভিগো, লাইকি-তে যে ছবিগুলো  পোস্ট করা হয়, তার অনুমোদন দেয়া হয় ঢাকার নিকুঞ্জ থেকে। জেনেক্স ইনফোসিস এর অফিস থেকেই সম্পাদিত এই এই রেগুলেশনের কাজ।

এ নিয়ে জেনেক্স ইনফোসিস এর ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল উদ্দিন বললেন, কেউ যদি মধ্যপ্রাচ্য থেকেও ইতো ব্যবহার করে তবে তাকে বাংলাদেশ থেকে সাপোর্ট নিতে হয়। তাদের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা গ্রাফিক্স ডিজাইন, অ্যাকাউন্টিং সফটওয়্যারের উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যের ছোট ছোট কোম্পানি স্যাস সেবা দিয়ে থাকি।

পরিবহণ ট্রাকিং ও পর্যবেক্ষণ প্রতিষ্ঠান বন্ডস্টেইন টেকনোলজিসের সহপ্রতিষ্ঠাতা মীর শাহরুখ ইসলামের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন তিনি। 

বিপিও-কে সবাই কলসেন্টার মনে করলেও এর ঘোমটা খুলে তিনি জানালেন, বাংলাদেশের বিপিও গুলো যত কাজ করে এর মধ্যে ৩০ শতাংশ ডাটা প্রসেসিং এবং এআই অটোমেশন নিয়ে, ১০ শতাংশ মেডিকেল ট্র্যান্সক্রিপ্ট তৈরিতে, ৫ শতাংশ ফাইন্যান্স ও অ্যাকাউন্টিংয়ের কাজ করে।  

শাহজালাল বললেন, দেশের মোট জনশক্তির গড় বয়স ২৭ ধরা হলেও বিপিও খাতে এই সংখ্যাটা ১৯ বছর। এর মধ্যে ৩৫ শতাংশই নারী। 

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের একটি সেশনে অংশ নিয়ে শাহরুখ বললেন, এটাই প্রমাণ করে বাংলাদেশে মানুষ সৃজনশীল ও দক্ষ। যে কোনো সময় ও পরিস্থিতিতে তারা ঘুরে দাঁড়াতে পারে। কঠোর পরিশ্রম করতে পারে। এর ফলে প্রতি বছরই ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি ঘটছে আইসিটি রফতানি খাতে।  

তিনি জানান, বাংলাদেশ থেকে আইটিতে রফতানির আয় ৯০ কোটি ডলার। এর মধ্যে ২৭ শতাংশ যুক্তরাষ্ট্র, ২৫ যুক্তরাজ্য,জাপান থেকে ৮ শতাংশ, ৭ শতাংশ অস্ট্রেলিয়া এবং বাকিটা আসে অন্যান্য দেশ থেকে।